ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

রাজধানীতে বজ্রসহ শিলা-বৃষ্টি  &  হিটস্ট্রোকে দুই সপ্তাহে ১৫ জনের মৃত্যু  &  গত বছরের তুলনায় রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী  &  ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: পররাষ্ট্রমন্ত্রী  &  বন্ধ করার পর আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি পুলিশের হামলা, ক্যামেরা ভাঙচুর  &  বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব  &  জয়পুরহাটে সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৫  &  সহজ জয়ে সিরিজ জেতার পথে বাংলাদেশ  &  সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী  &  শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়  &

ভারতে গ্যাস সিলিন্ডার ফেটে হোটেলে আগুন, নিহত ৬

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৪-০৪-২৫ ২৩:২৬:৫০

ভারতে গ্যাস সিলিন্ডার ফেটে হোটেলে আগুন, নিহত ৬

ভারতের বিহারে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৩০ জন। উদ্ধারকারীরা প্রায় ২০ জনকে নিরাপদে বের করেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টায় পাটনা রেলওয়ে স্টেশনের কাছে হোটেলটিতে আগুন লাগে।
কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে হোটেলটিতে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের কর্মকর্তারা প্রাথমিক তদন্ত শেষে বলছেন, হোটেলটি নিরাপত্তার নিয়ম মানেনি। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
হোটেলটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। এছাড়াও হোটেলের কয়েকজন অতিথি রুম থেকে বের হওয়ার জন্য জানালা দিয়ে লাফ দেন। এতে তারা আহত হন।
পাটনা দমকল বিভাগের মহাপরিচালক শোভা ওহাটকর সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার ফেটে আগুন ধরেছে হোটেলে।
তাহলে হোটেলে কি আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? পাটনা দমকল বিভাগের মহাপরিচালক জানান, ১৬ হাজার হোটেলে ফায়ার অডিট করা হয়েছে। অডিট চলাকালীন বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ নিয়ম মানতে চায় না।