ইরান আলোচনা করতে চায়, বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প
ইরান 'আলোচনা করতে চায়' এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন, তারা ‘আলোচনা করতে চান’।
ট্রাম্প গতকাল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘ইরানের নেতারা ফোন করেছেন’, তিনি আরো বলেন, ‘একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তারা আলোচনা করতে চান।’ সূত্র : এএফপি

