ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি  &  পাবনার দুটি আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল  &  ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত  &  ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন  &  ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে : মির্জা ফখরুল  &  জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  &  গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি  &  টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক  &  জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন  &  আইসিজিতে রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু  &

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনাল থেকে প্রথম জামিন

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৬-০১-১২ ০০:১৪:২৫

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনাল থেকে প্রথম জামিন

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই প্রথম জামিনের আদেশ।

রবিবার (১১ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে জামিন আবেদনে হুমায়ুন লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন তার আইনজীবী। তিনি বলেন, “এ রোগে আমার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।”

পরে, আসামিপক্ষের আইনজীবীর এমন আবেদন নিয়ে প্রসিকিউশনের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। তখন প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “গুরুতর অসুস্থতার হাসপাতালের প্রতিবেদন জমা দিয়েছেন আসামির আইনজীবীতাই বিরোধিতা করা যায় না। তবে, কোনও আসামির সঙ্গে যেন আসামি যোগাযোগ করতে না পারেন, এ জন্য ট্রাইব্যুনালকে নির্দেশ সজাগ থাকতে হবে।” উভয়পক্ষের শুনানি শেষে শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের শর্তগুলো হলো, আসামিকে বাসার ঠিকানা দিতে হবে। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বক্তব্য দেওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানানো ছাড়া বাসা পরিবর্তন করা যাবে না। এ মামলায় সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করা যাবে না। এসব শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেফতার করতে পারবেন তদন্ত কর্মকর্তা।

জামিনপ্রাপ্ত হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেফতার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।