ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি  &  পাবনার দুটি আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল  &  ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত  &  ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন  &  ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে : মির্জা ফখরুল  &  জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  &  গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি  &  টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক  &  জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন  &  আইসিজিতে রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু  &

বিকুলকে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৬-০১-১১ ১২:৪৩:০৯

বিকুলকে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে আব্দুর রাশেদ বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ জানায়, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত চলছে।
রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ওসি আব্দুর রাজ্জাক মীরসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।