বায়ুদূষণ : ১২৫ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৫ নগরীর মধ্যে শীর্ষে আছে ঢাকা। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৩৫। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
গত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দুই দিনে দিনভর বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’।
ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষ্মণ নেই। বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর মাস তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
ঢাকার যেসব স্থানে বেশি বায়ুদূষণ : আজ সকালে ঢাকার কয়েকটি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো— দক্ষিণ পল্লবী (৩০৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩০২), কল্যাণপুর (২৮৩), বে’জ এজওয়াটার (২৭২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৫৯), শান্তা ফোরাম (২৩১) এবং গোড়ান (২২৪)।

