ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &  নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা  &  এইচএসসি: সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন  &  ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, বাড়বে বৃষ্টি  &  বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রশংসায় আইএমএফ  &  প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি : তারেক রহমান  &  ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ  &  অভিযুক্ত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরু  &  গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: আসিফ নজরুল  &

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, ৩ গাড়িতে বিক্ষুদ্ধদের আগুন

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-১০-২৬ ০০:৪৩:০০

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, ৩ গাড়িতে বিক্ষুদ্ধদের আগুন

ভোলা শহরের নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পৌরসভার তিনটি ময়লা ও মালামাল পরিবহনের গাড়িতে আগুন দেওয়া হয়।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বিক্ষুদ্ধরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌরসভার কর্মীরা নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করে গাড়িতে মালামাল তুলছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাধা দিলে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
পৌরসভার উচ্ছেদ অভিযানের কর্মী আনাসার-ভিডিপি সদস্য আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। পরে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে যেতে দেয়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে যায়। এ ব্যাপারে বাজারের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে মোবাইলে ফোন দিলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ভোলা মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ বলেন, উচ্ছেদ অভিযানে আগে থেকে পুলিশ চাওয়া হয়নি। তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।