ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &  নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা  &  এইচএসসি: সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন  &  ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, বাড়বে বৃষ্টি  &  বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রশংসায় আইএমএফ  &  প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি : তারেক রহমান  &  ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ  &  অভিযুক্ত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরু  &  গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: আসিফ নজরুল  &

যুদ্ধবিরতি সত্ত্বেও

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-১০-২৫ ১২:২৭:৪০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা। একের পর এক হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আনাদোলুর বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন তৌল শহরের কাছে সড়কে চলন্ত একটি গাড়িতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে গাড়িটি আগুন ধরে পুড়ে যায়।
বিবৃতিটি লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) প্রকাশ করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ এলাকায় তারা হিজবুল্লাহর এক সদস্য আব্বাস হাসান কারকিকে হত্যা করেছে। তবে, ইসরায়েলি সেনাবাহিনীর ওই দাবির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়ে আসছে।
চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার কথা ছিল। তবে, এখন পর্যন্ত তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি আউটপোস্টে এখনো সামরিক উপস্থিতি বজায় রেখেছে।