দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৯
সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নয়জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও সাবেক সদস্য এলাইস মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহতরা হলেন- ইছহাক মিয়া তালুকদার (২৮) ইকবাল মিয়া তালুকদার (৩৫) ফুল মিয়া তালুকদার (৩৪) কাসেম তালুকদার (৪৫) আব্দুল কাহের তালুকদার (৩৬) মুছা মিয়া তালুকদার (৬২) বসর মিয়া তালুকদার (৬৪) আলফু মিয়া তালুকদার (৩২) জহর উদ্দিন তালুকদার (৫৫) কয়েছ মিয়া তালুকদার (৬০) রিয়াজ মিয়া (১৫) ও মুতালিব মিয়া (২৯)। তাদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডা. পিন্টু কুমার তালুকদার গুলিবিদ্ধ নয়জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও সাবেক সদস্য এলাইছ মিয়ার লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে, এরই জেরে আজ জুমআর নামাজের পর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) উত্তম কুমার দাশ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামের পরিবেশ এখন শান্ত, আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

