ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &  নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা  &  এইচএসসি: সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন  &  ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, বাড়বে বৃষ্টি  &  বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রশংসায় আইএমএফ  &  প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি : তারেক রহমান  &  ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ  &  অভিযুক্ত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরু  &  গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: আসিফ নজরুল  &

লংগদুর সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-১০-২৪ ১৭:২৮:০১

লংগদুর সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ দেবে কার্ভাড ভ্যান আটকে পড়েছে। এতে লংগদুর সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান।
স্থানীয়রা বলেন, মালবোঝাই কর্ভাড ভ্যান বেতছড়ি সেতু পার হতে গেলে একটি পাটাতন দেবে যায়। পরে কর্ভাড ভ্যান উদ্ধার করার সময় আরও কয়েকটা পাটাতন দেবে যায়। এতে বেইলি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিকল্প পথে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও মালবাহী ট্রাক ও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেছে স্থানীয় বাসিন্দারা।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান বলেন, লংগদুর সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য আমাদের কর্মীরা কাজ করছে।