ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &  নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা  &  এইচএসসি: সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন  &  ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, বাড়বে বৃষ্টি  &  বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রশংসায় আইএমএফ  &  প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি : তারেক রহমান  &  ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ  &  অভিযুক্ত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরু  &  গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: আসিফ নজরুল  &

দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-১০-২৪ ০০:২১:০২

দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৯৬ রান করে। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতে নাসুম আহমেদের তোপে পড়ে। এরপর তানভীর-রিশাদদের ঘূর্ণিতে ১১৭ রানে অলআউট হয়েছে তারা। বাংলাদেশ ১৭৯ রানের বিশাল ব্যবধানে জিতে ২-১ ব্যবধানে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে।
এর আগে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। সর্বশেষ আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল মেহেদী মিরাজের দল।
বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। স্পিনের বিপক্ষে দুই দলের ব্যাটারদের টিকে থাকা আর ধৈর্য্যের লড়াই হবে ভাবলেও বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দুর্দান্ত শুরু করেন। তারা প্রথমে ১৩ ম্যাচ পর ওয়ানডেতে ওপেনিং জুটিতে ৫০ রানের জুটি গড়েন। প্রায় তিন বছর পর ওপেনিংয়ে শতরানের জুটি এনে দেন।
মিরপুরে দশ বছর পর দেশের হয়ে শতরানের ওপেনিং জুটি দেওয়ার পর ১৭৬ রানে থামেন সৌম্য ও সাইফ। এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া সাইফ ৭২ বলে ৮০ রান করে আউট হন। ছয়টি করে চার ও ছক্কা মারেন তিনি।
সাইফের সেঞ্চুরি মিসে তবু স্বান্তনা ছিল। সৌম্য পুড়েছেন আক্ষেপে। তিনি ৮৬ বলে ৯১ রান করে সাজঘরে ফিরে যান। শুরুতে সময় নিয়ে শতকের পথে হাঁটার বার্তা দিয়েও ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়ায় মাথায় হাত দিয়ে আক্ষেপ করেন। তার ব্যাট থেকে সাতটি চারের সঙ্গে ছক্কা আসে চারটি। এছাড়া নাজমুল শান্ত তিন ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন। হৃদয় ধীরে ব্যাটিং করে ২৮ রান যোগ করেন। সোহান ৮ বলে ১৬ ও মিরাজ ১৭ বলে ১৭ রানের ইনিংস খেলেন।