সাইফ-সৌম্যর উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয়টিতে সুওয়ার ওভারে হারে টাইগাররা। আজকের ম্যাচ তাই সিরিজ নির্ধারণী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী মিরাজ। এরপর উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা করেন সাইফ হাসান ও সোউম্য সরকার।
মিরপুরের কালো পিচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজের প্রথম দুই ম্যাচেই রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। তবে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে বেশ স্বচ্ছন্দেই খেলছেন সাইফ-সৌম্য। এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই পাওয়ার প্লের ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ৭৪ রান।
ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই হাত খুলে খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার। আগের দুই ম্যাচে ডিফেনশিভ খেললেও আজ বেশ আগ্রাসী মেজাজেই আছেন দুজন। ৬৭ বল খেলে ৭৭ রানে অপরাজিত আছেন সৌম্য, ওপাশে যোগ্য সঙ্গ দিচ্ছেন সাইফ, তিনি করেছেন ৫৫ বলে ৬১ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৯ রান।

