ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

রাওয়ার উদ্যোগে ‘পাহাড়ে শান্তির অন্বেষণ’  &  জাতীয় নির্বাচনসহ ১১ টি বিষয় নিয়ে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ বৈঠকে  &  ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জেনে নিন কোথায়-কখন আঘাত হানতে পারে  &  ঘরে ঘরে ডেঙ্গুজ্বর  &  থাইল্যান্ড-কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি চুক্তির সাক্ষী হলেন ট্রাম্প  &  পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত  &  ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, যা বলছে তিতাস  &  বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান  &  কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &

গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ প্রায় সম্পন্ন হয়েছে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-১০-১৮ ০০:১৯:০২

গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ প্রায় সম্পন্ন হয়েছে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী

গাজা চুক্তির প্রথম পর্যায়ের বাস্তবায়ন প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি। নয়াদিল্লি সফরে থাকা মন্ত্রী শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'এখন আমরা প্রথম ধাপ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে আছি।'
আবদেল আতির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এখন মীমাংসার একমাত্র চাবিকাঠি। তিনি উল্লেখ করেন, 'এই পরিকল্পনা বাস্তবে সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করা উচিত।'
তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের এখন অবশ্যই নিশ্চিত করতে হবে যে, উভয় পক্ষ (হামাস ও ইসরায়েল) বিশ্বস্ততার সঙ্গে এবং সৎ উদ্দেশ্যে চুক্তি বাস্তবায়ন করবে।'
তিনি বলেন, 'আপনারা সকলেই জানেন, প্রতিটি পক্ষেরই দায়িত্ব রয়েছে। ইসরায়েলের নিজস্ব দায়িত্ব রয়েছে এবং হামাসেরও নিজস্ব দায়িত্ব রয়েছে।'
গত ২৯ সেপ্টেম্বর গাজা উপত্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের একটি 'ব্যাপক পরিকল্পনা' প্রকাশ করা হয়। ২০-দফা পরিকল্পনার অধীনে ফিলিস্তিনি অঞ্চলটিতে 'আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী' মোতায়েনের কথা বলা হয়েছে। ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইসরায়েল এবং হামাস শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
এরপর গত সোমবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে আটক সব ইসরায়েলি বন্দীর মুক্তি উপলক্ষে মিশরের শারম আল-শেখ শহরে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন।