ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

রাওয়ার উদ্যোগে ‘পাহাড়ে শান্তির অন্বেষণ’  &  জাতীয় নির্বাচনসহ ১১ টি বিষয় নিয়ে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ বৈঠকে  &  ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জেনে নিন কোথায়-কখন আঘাত হানতে পারে  &  ঘরে ঘরে ডেঙ্গুজ্বর  &  থাইল্যান্ড-কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি চুক্তির সাক্ষী হলেন ট্রাম্প  &  পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত  &  ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, যা বলছে তিতাস  &  বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান  &  কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, মিশরে শান্তি চুক্তিতে সই ট্রাম্পসহ চার দেশের নেতার

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-১০-১৪ ১৩:১২:১০

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, মিশরে শান্তি চুক্তিতে সই ট্রাম্পসহ চার দেশের নেতার

মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে চুক্তিতে সই করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি পাকাপোক্ত হওয়ার ধাপে প্রবেশ করল।
সোমবার(১৩ অক্টোবর) শারম আল শেইখে লোহিত সাগর তীরের রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং এই চুক্তির মধ্যস্থতাকারী তিন দেশ মিশর, কাতার ও তুরস্কের সরকারপ্রধান।
ইসরায়েল ও হামাসের মধ্যে শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতির তিন দিনের মাথায় প্রকাশ্য অনুষ্ঠানে এ চুক্তি সই হল।
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে সফর করেন। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন।
এরপর তিনি মিশর সফরে যান। সেখানে গাজা শান্তিচুক্তির জন্য আয়োজন করা শীর্ষ সম্মেলনে ট্রাম্প এবং মিশর, কাতার ও তুরস্কের নেতারা গাজা চুক্তির নিশ্চয়তাকারী হিসেবে একটি ঘোষণাপত্র সই করেন।
ট্রাম্প ঘোষণাপত্র সইয়ের আগ মুহূর্তে বলেন, “নথিগুলো কি আনা যাবে?” মুহূর্তেই তার সামনে রাখা হয় সবুজ এক ফোল্ডার।
ট্রাম্প কলম তুলে সই করেন, তারপর বলেন, “এই মুহূর্তে পৌঁছাতে লেগেছে তিন হাজার বছর—বিশ্বাস করতে পারেন? আর এবার এটা টিকেও থাকবে।”
এরপর পর্যায়ক্রমে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানও একই নথিতে সই করেন।
শার্ম আল-শেইখে রিসোর্টে দুই ডজনেরও বেশি বিশ্বের নেতার উপস্থিতিতে ট্রাম্প বলেন, “আজ সারা বিশ্বের জন্য একটি অসাধারণ দিন, মধ্যপ্রাচ্যের জন্য তো বটেই। বহুদিন পর অবশেষে আমরা মধ্যপ্রাচ্যে শান্তি পেলাম। আমরা বহু বছর ধরেই এই শান্তি প্রতিষ্ঠা করার কথা শুনে আসছি। কিন্তু সেই শান্তির জায়গায় কখনও পৌঁছানো যাবে এমনটি কেউ ভাবেনি। আর এখন আমরা সেই জায়গায় পৌঁছেছি।”