ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

রাওয়ার উদ্যোগে ‘পাহাড়ে শান্তির অন্বেষণ’  &  জাতীয় নির্বাচনসহ ১১ টি বিষয় নিয়ে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ বৈঠকে  &  ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জেনে নিন কোথায়-কখন আঘাত হানতে পারে  &  ঘরে ঘরে ডেঙ্গুজ্বর  &  থাইল্যান্ড-কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি চুক্তির সাক্ষী হলেন ট্রাম্প  &  পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত  &  ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, যা বলছে তিতাস  &  বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান  &  কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৫-০৭-২৫ ২৩:৫৩:৫১

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ শুরু হয়েছে। সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেড প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দিনব্যাপী এই মহড়া চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
অনুশীলনে যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশ নিচ্ছেন। মহড়াটির মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা, যৌথ অভিযানে সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন ও মানবিক সহায়তায় পারস্পরিক দক্ষতা আদান-প্রদান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদফতরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অনুশীলন অংশগ্রহণকারী সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।