ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

অবশেষে রাজধানীজুড়ে নামল স্বস্তির বৃষ্টি

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৪-০৫-০৩ ০১:৫৫:১০

অবশেষে রাজধানীজুড়ে নামল স্বস্তির বৃষ্টি

টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে বৃষ্টি হয়।
এরপর রাত পৌনে ১২টায় মিরপুর, বারিধারা, যমুনা ফিউচার পার্ক এলাকায় ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি নামে। ৪০ মিনিট ধরে মুষলধারে বৃষ্টি হয়। এই সময় ঝড়ো বাতাসের পাশাপাশি মেঘের গর্জনে কম্পিত হয় রাজধানীর মানুষ। ৪০ মিনিটের এই বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়।
রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুরসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়।
এদিকে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।