ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

কংগ্রেস পাকিস্তানের অনুসারী: মোদি

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৪-০৫-০৩ ০১:৫২:৫০

কংগ্রেস পাকিস্তানের অনুসারী: মোদি

ভারতীয় জাতীয় কংগ্রেসকে পাকিস্তানের অনুসারী বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২ মে) রাহুল গান্ধীকে নিয়ে গুজরাটের এক জনসভায় ওই মন্তব্য করেন মোদি। মূলত এর কয়েক দিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করেন পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন। মোদি এ বিষয়টি নিয়েই চটেছেন।
গুজরাটের আনন্দ শহরে নির্বাচনি সমাবেশ চলাকালে মোদি বলেন, কংগ্রেস এখানে মারা যাচ্ছে এবং পাকিস্তানিরা কাঁদছেন… পাকিস্তানি নেতারা কংগ্রেসের শাহজাদাকে ভারতের প্রধানমন্ত্রী বানাতে চান।
মোদি আরও বলেন, কাকতালীয় ঘটনা দেখুন, আজ কংগ্রেস ভারতে দুর্বল হয়ে যাচ্ছে… আর এখনই পাকিস্তানি নেতারা কংগ্রেসের জন্য প্রার্থনা করা শুরু করেছেন। পাকিস্তানিরা কংগ্রেসের যুবরাজকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উদগ্রীব এবং আমরা এরই মধ্যে জানি যে কংগ্রেস পাকিস্তানের ভক্ত।
মোদি আরও বলেন, পাকিস্তান ও কংগ্রেসের এই অংশীদারত্ব এখন পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে।
হিন্দুস্তান টাইমসের খবর বলছে, চৌধুরী ফাওয়াদ হুসেইন রাহুল গান্ধীর একটি ভিডিও পোস্ট করেছেন। সেটিতে রাহুল গান্ধীকে ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করতে দেখা গেছে। ওই ভিডিওতে মোদির রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের অতিথি তালিকা নিয়ে কথা বলছিলেন রাহুল গান্ধী।
মোদির আগে গত বুধবার কংগ্রেসকে আক্রমণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপির আইটি সেলপ্রধান অমিত মালভিয়া লেখেন, সিএইচ ফাওয়াদ হুসেইন, ইমরান খানের মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলেন, তিনি এখন রাহুল গান্ধীর প্রচার চালাচ্ছেন। কংগ্রেস কি পাকিস্তানে নির্বাচন করার পরিকল্পনা করছে?
অমিত মালভিয়া আরও লেখেন, মুসলিম লীগের ছোঁয়া রয়েছে- এমন ম্যানিফেস্টো থেকে সীমান্তের ওপার থেকে মদদ, সব মিলিয়ে কংগ্রেসের সঙ্গে মাখামাখি এর চেয়ে স্পষ্ট হতে পারে না।
অন্যদিকে নির্বাচনি সমাবেশে মোদি বলেন, কংগ্রেস শাহজাদা মাথায় সংবিধান তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ৭৫ বছরে হিন্দুস্তানের সব অংশে তা প্রয়োগ করেননি। সংবিধান কাশ্মীরের জন্য প্রযোজ্য ছিল না, যেখানে আর্টিকেল ৩৭০-এর অবসান ঘটিয়েছি আমরা।
পাকিস্তানের সন্ত্রাসবাদ কমে গেছে বলেও মন্তব্য করে মোদি বলেন, যে দেশ একসময় সন্ত্রাসবাদ রপ্তানি করত, তারা এখন আটা পেতে দেশে দেশে ঘুরছে।
ভারতের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোদি বলেন, আমি এ নিশ্চয়তা দিচ্ছি যে ২০৪৭ সাল নাগাদ ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমি দিন-রাত কাজ করব। ১০ বছরে আমরা ১৪ কোটি ঘরে সরবরাহের পানির সংযোগ পৌঁছে দিয়েছি, যেখানে কংগ্রেস ৬০ বছরে পৌঁছে দিয়েছিল মাত্র তিন কোটি বাড়িতে।
সূত্র: হিন্দুস্তান টাইমস