ঢাকা, সোমবার, ৭ জুন ২০২১ | ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

শিরোনাম :

রাওয়ার উদ্যোগে ‘পাহাড়ে শান্তির অন্বেষণ’  &  জাতীয় নির্বাচনসহ ১১ টি বিষয় নিয়ে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ বৈঠকে  &  ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জেনে নিন কোথায়-কখন আঘাত হানতে পারে  &  ঘরে ঘরে ডেঙ্গুজ্বর  &  থাইল্যান্ড-কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি চুক্তির সাক্ষী হলেন ট্রাম্প  &  পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত  &  ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, যা বলছে তিতাস  &  বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান  &  কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প  &  গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসায় ট্রাম্প  &

ফের বেড়েছে করোনা, ২৭৭ মৃত্যু

📝 অনলাইন ডেস্ক
🕐 ২০২৩-১২-১৩ ১০:২৩:২৬

ফের বেড়েছে করোনা, ২৭৭ মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৯৫ জন। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ১৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯২২ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৪ লাখ ৭ হাজার ৯৭৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৪ হাজার ৫০৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৮৫ জন।